কিছু ইতিহাস....

লিখেছেন লিখেছেন দেখা হবে বিজয়ে ২৪ জানুয়ারি, ২০১৫, ০৭:৩৩:৩৭ সন্ধ্যা



বহুকাল আগে থেকেই চলে আসছে dictatorship বা বাকশাল কায়েম করার প্রচেষ্টা। বিভিন্ন সময়ে বিভিল্ল শাসক এই প্রচেষ্টায় লিপ্ত হয়েছে, আবার অনেকে এতে সফল ও হয়েছে। তাদের এই সফলতার পেছনে ছিল হাজার/লক্ষ মানুষেকে হত্যাকান্ড, রক্ত ঝরানো, অন্যায়-অবিচার, আরো কত পৈষাচিক আচরন। আর বাকশাল কায়েম করতে যেন হয়ে যায় এক দানব। উদাহরণ হিশেবে কয়েকজনের কথা বলতে গেলে বলা যায়__ ফেরাউন, হিটলার, এরশাদ এবং বাকশালের আধুনিক সংস্করন হিসেবে বাংলাদেশে চলছে শেখ হাসিনার পৈষাচিকতা। যেন ফেরাউনের রুপেই জেগে উঠেছে শেখ হাসিনার অন্যায়-অবিচার বেবিচার-বেহায়াপনা, যেন শেখ হাসিনা ফেরাউনের ঈ একান্ত বাদ্ধগত প্রতিনিধি। নিচে কয়েকজন বাকশাল শাসকের সময়কাল দেয়া হল__

>>ফেরাউন: মুসা আ. এর আমলে।

>>হিটলার: ১৯৩৪-১৯৪৫

>>এরশাদ: ১৯৮৩-১৯৯০

এবং শেখ হাসিনা: ২০০৮-২০১৫

যদিও শেখ মুজিব ১৯৭৫ সালে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনির বিচক্ষনতায় তা সম্ভব হয়ে উঠেনি।

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301569
২৪ জানুয়ারি ২০১৫ রাত ১০:২৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : কলম দ্বারা এখনো ইতিহাস লিখা বন্ধ হয়নি। উত্থান এবং পতন সবই ইতিহাসে লিপিবদ্ধ আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File